লালপুর বাগাতিপাড়া এলাকায় উন্নয়ন দেখলেই মানুষের মনে পড়ে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কথা। আপনারা রাজনীতিতে সক্রিয় হোন, এলাকা উন্নয়ন কিভাবে করতে হবে আমরা তা জানি। দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।
লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের আয়োজনে ১, ২ ৩ নং ওয়ার্ড যুবদেলর মতবিনিযয় ও কর্মী সভায় সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এসব কথা বলেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর সহধর্মিণী অধ্যক্ষ (অবঃ) কামরুন্নাহার শিরিন এর তত্ত্বাবধানে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শনিবার ১৬ নভেম্বর লালপুর উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রদলের আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি শামসুল ইসলাম আলো, লালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সাকিবুল আলম সুলভ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, আব্দুর রহিম, মনসুর রহমান মাসুম, সোহাগ প্রামানিক, শাকিল আহমেদ, আব্দুর রাজ্জাক টিটু প্রমুখ।
কর্মী সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি। কর্মীসভায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।