ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াল নদীর পূর্নখনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পানি প্রবাহে প্রতিবিঘ্নতা সৃষ্টি হওয়ায় অস্তিত্ব সঙ্কটে পড়ে অনেক আগেই নাব্যতা হারিয়েছে বনপাড়া পৌর দিয়ে বয়ে যাওয়া বড়াল নদী। সেই বড়াল নদী নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প আওতায় নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর বাজার বয়ে যাওয়া এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বনপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(বড়াইগ্রাম পৌর প্রশাসক) লাইলা জান্নাতুল ফেরদৌস। প্রকল্পটি বনপাড়া পৌরসভার হারোয়া মিঠুর বাড়ি হতে নটাবাড়িয়া বকুলতলা মূল বড়াল নদী পর্যন্ত ও বনপাড়া ডিলারের মোড় কলিম চৌধুরীর বাড়ি হতে চিনিডাঙ্গার বিল পর্যন্ত মোট দৈর্ঘ্য ০৮( আট) কিলোমিটার। এই খনন কাজের প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার দুইশত একান্ন টাকা নব্বই পয়সা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম,বনপাড়া পৌর নির্বাহী প্রকৌশলি জনাব আতায়োর রহমান, বনপাড়া পৌরসভা বনপাড়া পৌর বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজ, ছাত্রনেতা মোঃ রাকিব সরদার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সূধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।