আইডিয়াল ল কলেজ শাখার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র আইন ফোরামের আহ্বায়ক কমিটির গত সোমবার (৩০ ডিসেম্বর) ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম সরোয়ার জুয়েল ও সদস্য সচিব হয়েছেন তাড়াশের কৃতি সন্তান রাসেল রানা শাহিন। শাহিন সদস্য সচিব হওয়ায় তাড়াশ বিএনপির অঙ্গ সংগঠনের থানা ও ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীরা তাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শাহিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মোঃ শাহজামালের ছেলে।
নব-নির্বাচিত কমিটির বিষয়ে আইডিয়াল ল কলেজ শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মোঃ গোলাম সরোয়ার জুয়েল বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে কাজ করে যাবে ইনশাআল্লাহ, আমরা প্রাসঙ্গিক কাজের মাধ্যমে এ সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।