ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র অফিস পোড়ানো মামলায় সাবেক এমপি তানভীর রিমান্ডে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়ায় বিএনপি’র দলীয় অফিসে অগ্নি সংযোগের মামলায় সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানীর পর সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শহীদ বাপ্পী তানভীর ইমামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার হোসেন মন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার বিএনপি’র দলীয় অফিসে অগ্নি সংযোগের মামলায় তানভীর ইমামকে বুধবার আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানীর পর আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নিরাপত্তাজনিত কারনে তানভীর ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে না। তবে কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।