নাটোরের গুরুদাসপুরে পুর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিবাদী প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষের বিরুদ্ধে। এঘটনায় বকুল ঘোষ বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। বিবাদী প্রদ্যুৎ গোষ@ আক্কেল দুধগাড়ী গ্রামের মৃত বানছা রাম ঘোষের ছেলে ও বিবাদী সৌরভ ঘোষ একই গ্রামের বিপুল ঘোষের ছেলে।
অভিযোগ সুত্রে জানাযায়, বকুল ঘোষের সাথে বিবাদীদের পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা চলছিলো। নাজিরপুর বাজারে বকুল ঘোষের ফ্রিজের শোরুম, মোবাইলের শোরুম ও কনফেকশনারীসহ বিকাশ ব্যবসা রয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বকুল ঘোষ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যাগে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মাঝ পথে তার বোন রেখা ঘোষের বাড়িতে গিয়ে রাতের খাবার খান। খাবার শেষে সেখান থেকে বেড় হয়ে পায়ে হেটে বিবাদীদ্বয়ের বাড়ির সামনে পৌছালে সেই পুর্ব শত্রুতার জেরে বিবাদীদ্বয়রা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় বিবাদীরা তার কাছে থাকা নগদ টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং খুন জখমের হুমকি দেয়। জীবন বাচাঁতে দৌড় দিয়ে তার বোনের বাড়িতে আশ্রয় নেয় বকুল ঘোষ।
বকুল ঘোষ বলেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষ আমার উপর আক্রমন করেছে। আমার কাছে থাকা নগদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। খুনজখমের হুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার দাবী করছি।
এবিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে প্রদ্যুৎ ঘোষ ও সৌরভ ঘোষ বলেন, টাকা ছিনতাই বা মরধরের বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।