ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে শিশু কন্যা জুঁই হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের শিশু জুঁই কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাটোর জেলা সদর,বড়াইগ্রাম উপজেলার বনপাড়া, রাজাপুর, গাড়ফা সহ কয়েকটি স্থানে পৃথক পৃথক সংগঠন ও স্কুল কলেজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,স্কুল কলেজের ছাত্র ছাত্রী,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ নানা পেশাজীবির হাজার হাজার মানুষ।

সকালে নাটোর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এসে বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে বনপাড়া প্রধান সড়ক হয়ে বনপাড়া বাইপাস চত্বরে ঘুরে বনপাড়া পৌরসভা সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে, ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন সহ জনসাধারনের অংশ গ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।এছাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

ওপর দিকে জুঁই হত্যার প্রতিবাদে বিকেল ৩টার দিকে  উপজেলা গাড়ফা এলাকার সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে।

এসময় বিক্ষুব্ধ জনতা ও নেতৃবৃন্দ অনতিবিলম্বে শিশু কন্যা জুঁইকে নির্মম ভাবে হত্যা সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। এ নিয়ে নাটোর জেলা জুড়ে উত্তাল বিরাজ করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।