ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির মিথ্যা মামলায় মাদরাসার ৮জন গ্রেপ্তার, মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ১৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

গুরুদাসপুর উপজেলার সিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসা কিমিটির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মিথ্যা মামলায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানের (৩২) দায়ের করা ওই মামলায় মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়। গুরুদাসপুর থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীরা গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

স্থানীয় লোকজন ও মাদরাসার শিক্ষকেরা অভিযোগ করে বলেন, উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিধুলী হাটটি খন্ডকালিন হওয়ায় সরকারি পেরিফেরিভুক্ত হয়নি। একারণে কয়েক বছর ধরে হাটের ইজারার টাকা উত্তোলন করে ‘শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া ও কওমি মাদরাসায়’ জমা দেওয়া হয়। মাদরাসাটিতে ৯০জন আবাসিক শিক্ষার্থীসহ প্রায় দেড়শজন শিক্ষার্থী দ্বিনি শিক্ষা গ্রহন করছে। মাসখানেক আগে বিএনপি নেতা আব্দুল আজিজের লোকজন শিধুলী হাটের টাকা বিএনপির সাথে ভাগবাটোয়ারার প্রস্তাব দেন মাদরাসা কমিটিকে। ওই প্রস্তাবে রাজি না হওয়া বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে মঙ্গলবার সকালে মাদরাসা কমিটিকে হাটের টাকা উত্তোলন না করতে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাদরাসাটির মহতামিম মো. ফাতিহুল কবীর বলেন, নির্বাহী কর্মকর্তার পরামর্শে তারা হাটের টাকা উত্তোলন বন্ধ করেছিলেন। কিন্তু প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতার চাপে মঙ্গলবার বিকেলে মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হাজী মকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লিটন হোসেন, রিপন আলী, আলহাজ¦ বদিবর, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মওদুদ আহম্মেদ মনিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

তারই প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টারদিকে ওই মাদরাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল আহাদ, জাতীয় নাগরিক কমিটির নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা হাফেজ ফরিদুল ইসলাম। এসময় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের ছেলে সোহাগ মাহমুদ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সাথে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। হাটের টাকা উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসায় মাদরাসা কমিটির কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলার বাদি ছাত্রদলেরর সভাপতি রুবেল তাদের অনুসারী হলেও মামলা দায়েরের বিষয়টি নিয়ে তারা কিছু জানেন না। মূলত মাদরাসা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা হওয়ায় বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে।

মামলার বাদি ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান মামলা দায়েরের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গুরুদাসপুর থানার অফিসার (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, হাটের টাকা উত্তোলন নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে মৌখিক অভিযোগ দিয়েছিলেন কিছু লোক। পরে যৌথ বাহিনীর অভিযানে ৮জনকে গ্রেপ্তারা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিধুলী হাটটি সরকারি পেরিফেরিভুক্ত হয়নি। তবে টাকা উত্তোলনের খবর শুনে তিনি মাদরাসা কমিটি এবং স্থানীয় লোকজনকে নিষেধ করেছিলেন বুধবার সকালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।