আওয়ামী লীগ নেতার ইন্ধোনে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে ওই দাবি করেন গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার সিধুলী হাটের টাকা উত্তোলন করতে গিয়ে নগদ টাকা ও মাদরাসার রশিদসহ ‘শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া কওমি মাদরাসা’ পরিচালনা কমিটির ৮জন যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ওই ব্যক্তিরা চাঁদাবাজির অভিযোগে বর্তমানে হাজতে আছেন। অথচ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের বড়ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ওই মাদরসা পরিচলনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন। মূলত আওয়ামী লীগের ইন্ধোনে মাদরাসা কমিটির লোকজন বিএনপি নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে হাটের টাকার ভাগ চাওয়ার মিথ্যা অভিযোগ এনেছেন। আব্দুল আজিজ নাটোর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ায় রাজনৈতিকভাবে হেয় করতেই এই ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এর তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, সিধুলী হাটটি সরকারি পেরিফেরিভুক্ত নয়। অথচ স্বৈরাচার আওয়ামী লীগের আমলে নয়াবাজার হাট ইজারা নিয়ে তিন কিলোমিটার দুুরের সিধুলী হাটের টাকা অবৈধভাবে উত্তোলন করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই টাকা নামমাত্র মাদরাসায় দিয়ে বেশিরভাগই আত্মসাৎ করা হতো। বিএনপি নেতা আব্দুল আজিজ আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা আত্মসাত করার প্রতিবাদ করায় নানা ধরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন কাওছার, আসাদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর মধ্যে আসাদুল ইসলাম শুক্রবার মাদাসা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল আজিজের বিরুদ্ধে বক্তব্য দেন। তবে শনিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাদরাসার নামে হাটের টাকা উত্তোলন করে ব্যক্তিগতভাবে ফায়দা লুটার অভিযোগ রয়েছে স্থানীয় অনেকের বিরুদ্ধে। তিনি অভিযুক্ত সেসব ব্যক্তিদের বিচার দাবি করেন। সেই সাথে আব্দুল আজিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা অভিযোগের তিব্র প্রতিবাদ জানান।’
মাদাসাটির মহতামিম মো. ফাতিহুল কবীর বলেন, মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনী এসে মাদরাসা প্রাঙ্গন থেকে ৮জন সম্মানী ব্যক্তিকে কথা বলার নাম করে তুলে নিয়ে যান। প্রশাসন একটা দলের চাপে পড়ে তড়িঘড়ি করে ছাত্রদল সভাপতি রুবেল হাসানকে দিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সাথে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। ওই মাদরাসা কিমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মূলত আওয়ামী লীগের ইন্ধোনেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এসব মিথ্যাচারের ব্যপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগের পতনের পর তিনি আর মাদরাসায় জাননি। এ ব্যপারে কোনো মন্তব্য করতে পারছেন না তিনি।