ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অয়নাল হোসেন (৪২) নামের এক যুবদল নেতার অর্ধগলিত লাশ শনিবার তার নিজ শয়নকক্ষ হতে  উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নটাবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী প্রায় সাত মাস যাবত দুই সন্তান সহ বাবার বাড়িতে থাকে। গত বুধবার সন্ধ্যায় এলাকায় আয়নাল হোসেনকে দেখা যায়। পর থেকে তাকে আর দেখা যায়নি। তবে পঁচা গন্ধ পেয়ে শনিবার সকালে কয়েকজন প্রতিবেশী নিহতের বাড়িতে প্রবেশ করে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার শয়ন ঘরের দরজা খোলা অবস্থায় ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরে গন্ধ বের হয়েছিল। তাতে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।