ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শুভ আলী (১৯) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পম-পাথুরিয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় সোমবার ( ১৮ নভেম্বর) দুপুরে থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির মা। মামলা দায়েরের পরপরই চাপিলার পম-পাথুরিয়ার নিজ বাড়ি থেকে শুভ কে আটক করেন পুলিশ। আটককৃত শুভ ওই গ্রামের সুজন আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়- গত রোববার দুপুরের দিকে পাশ^বর্তী বাড়ির চাচার দোকানে বিস্কুট কেনার উদ্দেশ্যে বের হয় শিশুটি। বিস্কুট কেনার পর বাড়ী ফেরার পথে দোকানদার শুভ তাঁকে ডাক দেয়। শিশুটি তার দোকানের সামনে গেলে তাঁকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি চিৎকার করলে তাঁকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ী গিয়ে কান্নাকাটি করতে থাকলে তাঁকে জিজ্ঞাসাবাদে সব ঘটনা খুলে বলে তাঁর মাকে।

এমতাবস্থায় শিশুটির অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার আসিফ আরেফিন অক্সিন বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচাজ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এঘটনায় সোমবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ঘটনার অভিযুক্ত ধর্ষক শুভকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।