ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কিটনাশক দোকানে সার মজুদ রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে কীটনাশক দোকানে সার মজুদ রাখায় তিন কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈর বাজারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার মো. মমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত রহমান বীজ ভান্ডার, মেসার্স মন্ডল এন্টার প্রাইজ ও শুভ এন্টার প্রাইজ দীর্ঘদিন ধরে কীটনাশকের লাইসেন্সে চাঁচকৈর বাজারে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এবং তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশষ্য মওসুম শুরু হতে যাচ্ছে। এই এসময় কৃষক পর্যায়ে সারের ব্যপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ ভাবে সার বিক্রি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।