ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে সার মজুদ ও উচ্চ মুল্যে খুচরা সার বিক্রয় বন্ধে স্বারকলিপি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ ও অনুমোদন বিহীন সার ব্যবসায়ীগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন গুরুদাসপুর উপজেলা খুচরা সার কার্ডধারী মালিক সমিতি। রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারের কার্যালয়ে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুচরা সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর খুচরা সার কার্ডধারী সমিতির সভাপতি সায়েম সরদার ,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, নাজিরপুর ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহম্দেসহ আরো অনেকে।

গুরুদাসপুর উপজেলা খুচরা সার কার্ডধারী মালিক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন- উপজেলাব্যাপী কিছু অনুমোদন বিহীন সার ব্যবসায়ীরা উচ্চ মুল্যে সার ক্রয় করে অতিরিক্ত লাভের আশায় এবং কৃষকদের মাঝে বেশি দামে বিক্রির লক্ষ্যে সার মজুদ করছে। বুরো মৌসুম শুরু হওয়াতে কৃষকের অধিক চাহিদা রয়েছে। এই অবৈধ ব্যবসায়ীদের কারো কাছে কোন জবাবদিহিতা না থাকার কারনে প্রতিনিয়ত কৃষক প্রতারিত হচ্ছে। এগুলো প্রতিকার অতি দ্রুত না করলে বিপদে পরবে সাধারণ কৃষকসহ তারা কার্ডধারী ব্যবসায়ীরাও।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন- অবৈধ সার মুজদ ও অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। তারপরও সরেজমীন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।