ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে আহত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামীলীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়ি পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।  এসময় দঃখ প্রকাশ করে তিনি বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকালাপ,  বিএনপি তো সেই দল  না যে কাউকে ধরে এনে মারপিট করবে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে বড়াইগ্রাম থেকে ফিরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিভজি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন- শেখ হাসিনা বিগত সাড়ে ১৫ বছর তার ফ্যাসিবাদী দুশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়ালীগ তৈরি করেছিল। সেই মাফিয়ালীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়।

বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকালাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে যেন কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যেন সেই শেখ হাসিনা ফ্যাসিবাদের আচরণের পুনরায়বৃত্তি না ঘটায়।

সারা বাংলাদেশে বিএনপির নামধারী কিছু ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করেছে বিএনপি। রুহুল কবির রিজভী আরোও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।  গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতারিত করা যায়নি। তিনি বার বার বলেছেন আমার ঠিকানা বাংলাদেশ মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কিন্তু তারা পারেনি। তারা নানা ভাবে তাকে শারীরিক, মানুসিক ভাবে অত্যাচার, নির্যাতন আরোপ করা হয়েছিল।

রিজভি বলেন, তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। পরবর্তীতে তাঁকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মীরা দেশের কোথায় চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, দেশটা যখন ধীরে ধীরে নতুন ভাবে গড়ে উঠার প্রক্রিয়া হচ্ছে এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। যে এ গণতন্ত্রের যাত্রাকে যেন কেউ ব্যবহুত করতে না পারে। এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য এবং অঙ্গীকার।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫নং মাঝগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বনপাড়া পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুলাহ, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিক, সাবেক থানায় বিএনপির দপ্তর সম্পাদক আসাদ মোল্লাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।