নাটোরের গুরুদাসপুরে প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে শীতার্থ শতবর্ষী মানুষের মাঝে কম্বল বিতরণ ও খুবজিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের সচিব মো.সাইদুর রহমান।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার খুবজিপুর ইউনিয়নে পৃথক পৃথক কর্মসূচীতে তিনি অংশ নিয়ে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, জেলা সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরিফিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার, গুরুদাসপুর থানার অফিসার ইনচারজ (ওসি) গোলাম সারোওয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি স্বাস্থ্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন- খুবজিপুর প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে শত বছর বয়সী প্রবীণ সকল মানুষকে পর্যায়ক্রমে এক হাজার টাকা বিতরণের ঘোষণা দেন তিনি।
এরপর উপজেলার খুবজিপুর হাইস্কুল মাঠে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ডেভেলপমেন্ট কাপ অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভায় অংশ নেন প্রধান অতিথি। এসময় তিনি চ্যাম্পিয়ান ও রানার আপ ফুটবল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিস কর্মকর্তা তারিকুল ইসলাম।