ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় পাখির জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় পাখিদের নিরাপদ বসবাসের স্থান করে দিচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সদস্যরা। সরকারি আকবর আলী কলেজ চত্বরের বিভিন্ন গাছে তারা মাটির হাড়ি বসানো শুরু করেছেন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে তাদের এ কার্যক্রম। প্রথমদিনে ৫০টি হাড়ি গাছে বসানো হয়। আজ বুধবারও চলবে তাদের এই কার্যক্রম। এই কাজে সমন্বয়ক মেহেদী হাসান, মাছুম আনাম, রিফাত হোসেন, রহিত, রাজিদুল, নাজমুলসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়ার অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান জানান, দেশে পাখিদের অভয় অরণ্য না থাকায় পাখিরা নিরাপদে বসবাস করতে পারছে না। দেশের বহু মানুষ অবৈধভাবে পাখি হত্যা করছে। এ অবস্থায় পাখিদের বসবাস অনিশ্চিত হয়ে পড়েছে। যা প্রকৃতির ভারসাম্য রক্ষার বড় অন্তরায়। এ বিষয়টি অনুধাবন করে আমরা প্রাথমিকভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছগুলোতে পাখির অভয় অরণ্য তৈরির কাজ শুরু করেছি। আকবর আলী কলেজের পরে উল্লাপাড়া এইচ.টি ইমাম ডিগ্রি কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ২০০টি হাড়ি বসানোর সিদ্ধান্ত নিয়েছি। একাজে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরক সহযোগিতা দিচ্ছে। আমরা আমাদের এই কর্মযজ্ঞ সফল করতে সবার সহযোগিতা চাই।

এ বিষয়ে সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মোঃ আলী আশরাফ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়ক ও সাধারন ছাত্রদের এই অনন্য উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দেশে জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখি বিশেষ ভুমিকা পালন করে। কিন্তু এদের নিরাপদ বাসস্থানের অভাবে প্রজনন কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থীদের গাছে হাড়ি লাগিয়ে পাখিদের অভয় অরণ্য প্রতিষ্ঠায় তার কলেজ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।