ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডা. মহসিন জিল্লুর করিম গুরুদাসপুরে আগমনে পথসভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম গুরুদাসপুরে আগমন উপলক্ষে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সমর্থনে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে গুরুদাসপুর পাইলট মাঠ থেকে প্রায় পাঁচ শতাধীক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি গুরুদাসপুর থানা মোড় হয়ে উপজেলার চাঁচকৈড় বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিএনপির সাবেক এমপি মরহুম মোজাম্মেল হকের গুরুদাসপুরের বাসভবনের সামনে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর মোজাম্মেল হকের জৈষ্ঠ্য পুত্র প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সভাপতিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম।

তিনি বলেন,  দলকে সংগঠিত ও তারেক রহমানের হাতকে আরোও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া দলে অনেক অনুপ্রবেশকারী রয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের শিকার না হবার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন করতে চাইলে তাকে সমর্থন করে তার পাশে থাকার আহ্বান জানান তিনি।

এরপর কর্মী সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন করতে হলে সাদা মনে নির্বাচনে অংশগ্রহন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের ধানের শীষের কান্ডারি হতে সবার দোয়া ও সমর্থন চান তিনি।

এসময় পথসভায় অংশ নেওয়া সকল কর্মী-সমর্থকরা নেতার প্রতি শদ্ধা ও ভালোবাসা রেখে আনন্দে উল্লাস করেন এবং আগামী জাতীয় নির্বাচনে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রুঞ্জুকে গুরুদাসপুর-বড়াইগ্রামের এমপি হিসেবে দেখতে চান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।