ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে কলেজ ছাত্র ও গৃহবধুর রহস্যজনক মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্র রাকিব হোসেন (১৮) ও বিষপানে গৃহবধু আতিয়া খাতুন (২৬) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র রাকিব ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে ও গৃহবধূ আতিয়া খাতুন একই উপজেলার পিপলা নতুন পাড়া মহল্লার মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাজায়, মঙ্গলবার সন্ধায় প্রবাসীর স্ত্রী আতিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আতিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১১ টার দিকে গৃহবধূ মারা যান।

অপরদিকে বুধবার সকালে একই এলাকার যুবক রাকিব তার নিজ বাড়ীতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে। তবে রাকিব কি কারণে আত্মহত্যা করেছে স্থানীয়রা সঠিক কোনো কারণ বলতে না পারলেও অনেকের ধারনা রাকিব ও আতিয়ার মধ্যে পরকিয়ার সর্ম্পক ছিলো। যার কারণে তারা দুজনেই আত্মহত্যা করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খুবজীপুর এলাকায় প্রবাসীর স্ত্রী আতিয়া ও একই এলাকার কলেজ ছাত্র রাকিবের আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত গৃহবধূ আতিয়া ও  রাকিবের মধ্যে পরকিয়া সম্পর্ক চলছিল। পরকিয়ার জেরে তারা আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি তদন্তেরপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় দুই জনের নামে থানায় অপমৃত্য দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।