নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের আত্রাই টোলপ্লাজা সংলগ্ন বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।
অপর দিকে সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার নয়াবাজার আইড়মারী ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের এক ট্রাক যাত্রীর মৃত্যু হয়। নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সেনগাতি গ্রামের আলতাফ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘনকুয়াশার কারণে মহাসড়কে যান চলাচলের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে। অজ্ঞাত ওই নারী রাস্তা পার হওয়ার সময় ঘনকুয়াশার কারণে বাসটি দ্রুত গতিতে থাকায় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক মহিলা মারা যান। এছাড়া ঘনকুয়াশার কারনে আইড়মারী ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মরাদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।