নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২০ তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপরেখা লালন একাডেমির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বনপাড়া কলেজ চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপরেখা লালন একাডেমির সভাপতি সরদার সুলতান আহামেদ ও সঞ্চালনা করেন মো. ফিরোজ মাহমুদ।
সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলিম ও আব্দুস সালাম মোল্লা, বাড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি), বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম। সেখানে লালন সঙ্গীত গেয়ে বনপাড়া পৌরবাসীকে মাতালেন শিল্পী সরদার সুলতান আহামেদ, সেলিনা ভান্ডারী, শুভ্র ক্ষ্যাপা, এস.এম আলাউদ্দিন, জেরিন, কাকলি প্রিয়া প্রমুখ।
পরে রূপরেখা লালন একাডেমির কৃতি শিষ্যদের মাঝে সন্মাননা পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।