নাটোরের গুরুদাসপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষীকি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজেটির অধ্যক্ষ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় গুরুদাসপুর পৌর সদরের রোজি মোজাম্মেল মহিলা কলেজে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোজাম্মেল হকের জৈষ্ঠ পুত্র ও কলেজটির সভাপতি প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাটোর-৪ আসনে এমপি পদপ্রার্থী।
জানাযায়, রোজি মোজাম্মেল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক, সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী। গুরুদাসপুর-বড়াইগ্রামে তার নামে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সমর্থনে ২০০১ সালে নাটোর-৪ আসনের এমপি হন মোজাম্মেল হক। গুরুদাসপুর-বড়াইগ্রামের মাটি ও মানুষের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। তার রাজনীতিকালে সাধারণ জনগনের পাশে থেকে নির্বাচিত এলাকায় কাজ করে গেছেন। তিনি গত ২০২৩ সালের ১২ জানুয়ারী মৃত্যু বরণ করেন। প্রতি বছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর তার দ্বিতীয় মৃত্যুবার্ষীকি।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা একজন চৌকশ রাজনীতিবিদকে হারিয়েছি। তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। অভিভাবককে হারিয়ে আমরা শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। বক্তারা আরো বলেন, আগামীতে আমরা নাটোর-৪ আসনে আমাদের অভিভাবক হিসেবে প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে চাই।
এসময় উক্ত অনুষ্ঠানে গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষ মরহুমের আত্মার মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়।