ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা ও ট্রলি জব্দ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কাশিপুর চর বিল এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিক মহেন্দ্রনাথ সরকার লিটন কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে বড়াইগ্রাম ইউনিয়নে আদগ্রাম বাঁশতোলা এলাকায় অবৈধভাবে ভিটা জমিতে পুকুর খনন এর দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং মাটি পরিবহন কাজে ব্যবহৃত তিনটি ট্রলি গাড়ি জব্দ করা হয়।

সোমবার (২৭ জানুয়ারী) সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। বড়াইগ্রাম সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কাশিপুর চর বিল এলাকায় কৃষি জমিতে , অপরদিকে বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম বাঁশতোলা এলাকায় ভিটা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলো এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খনন বন্ধ করা হয়।

একই সঙ্গে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে জমির ঐ মালিক কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল প্রদান করা হয়।

অপরদিকে ভিটা জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।  এসময় তিনটি ট্রলি জব্দ করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।