‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিনব্যপি ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। ইউএনও ফাহমিদা আফরোজ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- আগামীতে যেন কোনো মেয়ে বাল্য বিবাহের শিকার না হয় সেক্ষেত্রে শিক্ষকদের পাশপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। তা না হলে অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে স্বাস্থ্যঝুঁকিসহ মারা যাওয়ার মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া তিনি মেয়েদের জন্য নানা রকম দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার বজলুর রহমান, অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।