ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে সহকারী কমিশনার ভূমি,বনপাড়া পৌর প্রশাসক ও ঠিকাদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম ও প্রকল্প ঠিকাদার সাইফুল ইসলাম এর বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী জনগণ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বনপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড দিয়ার পাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে দিয়েছে বিক্ষপ্ত জনতা। বনপাড়া পৌরসভার অবৈধ স্থাপনা বিনা নোটিশে ভেঙে ফেলার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বড়াইগ্রাম সহকারী কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলামের অপসারণ দাবিকরে এবং বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে তারা।

উল্লেখ্য, বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীনে পয়ঃনিস্কাশনের জন্য খাল খনন করতে বনপাড়াস্থ জিয়া খালের পাশে অবৈধ স্থাপনা ভাঙ্গা শুরু করে পৌর কর্তৃপক্ষ। তবে পুনর্বাসন না করে বিনা নোটিশে ভেঙে ফেলার প্রতিবাদে এই বিক্ষোভ করে স্থানীয় ভুক্তভোগীরা।

এসময় ভুক্তভোগীরা জানান, আমরা সরকারি নিয়ম অনুযায়ী ৯৯ বছরের জন্য লীজ নিয়েছি, আমাদের কাগজপত্র রয়েছে। তারপরও বিনা নোটিশে আমাদের বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এই সহকারী কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক এর অপসারণ দাবী জানায়।

বিক্ষোভকারীদের পক্ষে বনপাড়া পৌর যুবদেলর ১নং যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শুভ জানান, অসহায় গরীব মানুষের বাড়ি ভেঙে ফেললে তারা কোথায় যাবে। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে আছি আগামীতেও থাকবো। পরে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু এর সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।