ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ-সম্পাদক জালাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশ ও গনতান্ত্রিক পদ্ধতিতে নাটোরের গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সহকারী অধ্যাপক সাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন আনন্দ টিভি ও মানবকন্ঠে প্রতিনিধি জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ। প্রিজাইডিং অফিসার ছিলেন কালের কন্ঠের আলী আক্কাছ। সহকারী প্রিজাইডিং ছিলেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আবুল কালাম আজাদ।

ওই নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ছিলেন সমকাল ও এন টিভির অনলাইন প্রতিনিধি নাজমুল হাসান ও সংবাদ সারাবেলার সোহাগ আরেফিন। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে ছিলেন আমার সংবাদের আব্দুস সালাম, নাগরিক টিভির মেহেদি হাসান তানিম, মানব জমিনের মিজানুর রহমান,আজকের দর্পনের জুয়েল হাসান টিপু।

নির্বাচনে জয়ী হলেন যারা, সহ-সভাপতি হলেন ইত্তেফাকের রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মোহনা টিভির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের জনি পারভেজ, কোষাধ্যক্ষ আমার দেশের রহমত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সকালের সময়ের আতিকুর রহমান, নির্বাহী সদস্য দিবারাত্রীর সম্পাদক আখলাকুজ্জামান ও চ্যানেল এস এর সোহেল রানা নির্বাচিন হন।

প্রধান নির্বাচন কমিশনার যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ বলেন- গনতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচন অনুকরনীয়। নির্বাচিত সবার জন্য শুভকামনা রইলো। সাংবাদিকদের কল্যানে কাজ করতে নির্বাচিতদের প্রতি আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।