নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি ভেকু জব্দ করেছে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানা পুলিশ।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।