গত মঙ্গলবার ১৮ মার্চ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার,(অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),(শিবচর সার্কেল) মাদারীপুর এর ফরিদপুর জেলায় বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম, পুলিশ সুপার,মাদারীপুর।
বিদায়ী অতিথির সৃতিচারণ করে পুলিশ সুপার বলেন বিদায় প্রকৃত অর্থে বিদায় নয়, এটা শুধুমাত্র প্রস্থান। তিনি সদ্য বিদায়ী সহকর্মীর ভবিষ্যৎ কর্মজীবন আরো বেশি সাফল্য মন্ডিত হোক এই শুভকামনা করেন। এছাড়াও উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ বিদায়ী অতিথির সাথে সুখ-স্মৃতিচারণ করেন।
বিদায়ী অতিথি তার বক্তব্যে মাদারীপুর জেলায় চাকুরী জীবনের সুখ-স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রিয় সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী সহকর্মীর হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, মহোদয়, মাদারীপুর।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।