নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ২৫ মার্চ পৌরসভা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের অনুতাপ প্রকাশ করেন।
জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরপর ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিয়ম ভঙ্গ করে টায়ার জ্বালানো হয় এবং পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। আন্দোলনের পর ৭ মাসের বেতন পেলেও আন্দোলনের ধরণ ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন।
পরে নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান কর্মচারীরা। পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। তবে সরকারি বিধি লঙ্ঘনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি তারা সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।”