নাটোরের গুরুদাসপুরে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোন্তা আলী (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ৩০ মার্চ সকাল ১১টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় গারিষাপাড়ায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় এক প্রতিবেশী বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন।
শিশুর বাবা জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও তার মেয়েসহ অন্যান্য শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানান। এ ঘটনায় শিশুর বাবা গুরুদাসপুর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, “একটি ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।