নাটোরের গুরুদাসপুরে দারিদ্রতা দুরিকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলা চত্ত¡রে ১৮ জন দরিদ্র পরিবারের মাঝে ১টি করে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
ছাগল পেয়ে দরিদ্র পরিবারের সদস্যরা আনন্দে উচ্ছাসিত হয়ে ইউএনও ফাহমিদা আফরোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, দারিদ্রতা বিমোচনে উপজেলা প্রশাসন হতে আমাদের এই সহায়তা অব্যহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।