ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসার দানের টাকা ভাগ চাইলেন বিএনপি নেতা, রাজি না হওয়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী হাটের টাকার ভাগ চেয়ে বিএনপি নেতা আব্দুল আজিজের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হয়ে মাদরাসা কিমিটির ৮ জন কারাগারে আছেন।
কারাগারে থাকা ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি এবং অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগিদের পরিবার, মাদরাসা কমিটি ও গ্রামের সকল শ্রেণি পেশার মানুষ। শুক্রবার সকাল ১০ টায় ‘শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া ও কওমি মাদরাসা’ প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হেফাযতে ইসলামের গুরুদাসপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মাও: মো. ফরিদুল ইসলাম, ভুক্তভোগী সাহাদতের স্ত্রী রাশিদা খাতুন, লিটন হোসেনের স্ত্রী লাবনী আক্তার লাভলী, হযরত আলী, হায়দার আলী, শিক্ষানবিশ আইনজিবী মো. জার্জিস হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। এসময় লিখিত বক্তব্যে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের স্ত্রী রাশিদা বেগম দাবি করেন, গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রম আর দানের অর্থে এই হাফেজিয়া মাদরাসায় এতিমদের দ্বিনী শিক্ষা দেওয়া হচ্ছে। শিধুলী ওই মওসুমি হাটের ব্যবসায়ীরাও সাধ্যমতো মাদরসার উন্নয়নে দান করেন। সেই দানের টাকার ভাগ চেয়েছে তার স্বামীর কাছে বার বার প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আজিজ। প্রস্তাবে রাজি না হওয়ায় ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানকে বাদি সাজিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয় তার স্বামীসহ ৮জনকে। তার স্বামী বর্তমানে হাজতে আছেন। তিনি স্বামীসহ হাজতে থাকা ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হযরত আলী ফকির তার বক্তব্যে বলেন, গত ২৭ রমজান মাদরাসার অফিস কক্ষে বসে বিএনপি নেতা আব্দুল আজিজ শিধুলী হাট থেকে মাদরাসায় ওঠা দানের অর্ধেক টাকার ভাগ চান। টাকা ভাগবাটোয়ারার বিষয়ে আব্দুল আজিজের ছেলে সোহাগ ও ছাত্রদলের সভাপতি রুবেল হাসানের সাথে যোগাযোগের প্রস্তাবও দেন কমিটির কাছে। কিন্তু কমিটির লোকজন তা মানেননি। একারণে ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ ছাত্রদল নেতাকে দিয়ে মাদরাসা কমিটির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করিয়েছেন।

সংবাদ সম্মেলনে হাজতে থাকা ৮ ব্যক্তির পরিবারের লোকজন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের নানা শ্রেণিপেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি নিয়ে বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে গুরুদাসপুর থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

মাদরাসাটির মহতামিম মো. ফাতিহুল কবীর বলেন, শিধুলী হাটের ব্যবসায়ী পাইকাররা কিছু অর্থ মাদরাসায় দান করেন। সেই দানের টাকাতেও চোখ পড়েছে স্থানীয় বিএনপি নেতাদের। ভাগ না পেয়ে প্রশাসনকে প্রভাবিত করে মাদাসা পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যৌথ বাহিনী এসে মাদরাসা প্রাঙ্গন থেকে ৮জন সম্মানী ব্যক্তিকে কথা বলার নাম করে তুলে নিয়ে যান। অথচ মাদরাসার নামে চাঁদা উত্তোলনের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। প্রশাসন একটা দলের চাপে পড়ে তড়িঘড়ি করে ছাত্রদল সভাপতি রুবেল হাসানকে দিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। তারা মামলা প্রত্যার ও নিরাপোরাধ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হাজী মকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লিটন হোসেন, রিপন আলী, আলহাজ্ব বদিবর, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মওদুদ আহম্মেদ মনি।

বিএনপি নেতা আব্দুল আজিজের অনুসারি মামলার বাদি ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান বলেন, মাদরাসা কমিটির লোকজন রশিদের মাধ্যমে টাকা উত্তোলন করায় তিনি মামলা দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সাথে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। ওই মাদরাসা কিমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মূলত আওয়ামী লীগের ইন্ধোনেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। মামলার বাদি ছাত্রদলেরর সভাপতি রুবেল তার অনুসারী হলেও মামলা দায়েরের বিষয়টি নিয়ে তিনি কিছইু জানেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।