ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই মুক্তি পাচ্ছে সাংবাদিক এম এইচ মুন্না’র নাটক ‘মিথ্যুক’

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইন্টানেটের গতির সাথে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে সিনেমা, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। নতুন দিনের হাওয়া অনেক কিছুই পরিবর্তন করে দিচ্ছে। সময়ের ব্যবধানে পাল্টে যাচ্ছে মানুষ। নিজেকে পরিবর্তন করতে অনেক মানুষ ছুটছেন ঘড়ির কাটার মত।

ইউটিউব চ্যানেল খুলে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। যার ফলে সৃষ্টি হচ্ছেন অনেক গুনী অভিনয় শিল্পী। যাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠছে বাস্তবমুখী চিত্র ও হাস্যময় কৌতুক কাহিনী। বর্তমান সময়ে রোমান্টিক ও শিক্ষামুলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে বেশির ভাগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরই মধ্যে বাস্তবতার একটি গল্প নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান সাংবাদিক এম এইচ মুন্না নির্মাণ করেছেন নাটক “মিথ্যুক”। যা শীঘ্রই ইউটিউব চ্যানেল এম এইচ মুন্না প্রডাকশন এ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।

নাটকটি সমাজের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র সাদেক মিয়া, যিনি মিথ্যা বলার জন্য এলাকায় পরিচিত। সাদেকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা এম এইচ মুন্না।

এ ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন ফারজানা নোভা, সুমন আহমেদ বাবু, শফিকুর রহমান দিলু, সঞ্জিব আহমেদসহ আরও অনেকেই। “মিথ্যুক”-এ সমাজের মিথ্যাচার, ধোঁকাবাজি ও অন্যায়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভাবাবে এবং সচেতন করবে।

নাটকটি ১০ নভেম্বর MH Munna Production- এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এম এইচ মুন্না বলেন, “আমরা চেয়েছি সমাজের বাস্তব পরিস্থিতি ও মানুষকে সচেতন করার জন্য একটি শিক্ষণীয় নাটক তৈরি করতে। আশা করছি, ‘মিথ্যুক’ নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।