ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইয়ের মঞ্চে ঢাকাই জামদানিতে জয়া

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গত রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। সেইসঙ্গে বিশেষ ভঙ্গিতে পরা তার জামদানি শাড়িটি সবার নজর কেড়েছে।

আজ (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করে হইচই ফেলে দেন এই অভিনেত্রী।

ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, আমি যেই অনুষ্ঠানেই যাই না কেন সবসময় চেষ্টা করি নিজের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে। আর জামদানি তো আমার নিত্য অনুষঙ্গ। তবে এবার আমি একটু ভিন্নভাবে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকটিকে তুলে ধরেছি। আর এজন্য ফিল্মফেয়ারের এই মঞ্চকেই আমার যথার্থ মনে হয়েছে।

এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের কীর্তিমান শিল্পীদের সঙ্গে দেখা হওয়ার জন্য ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে পোস্টটিতে সংক্ষিপ্ত আকারে জামদানির উৎপত্তি সংক্রান্ত কিছু তথ্য ভক্তদের মাঝে শেয়ার করেন জয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।