নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ঘটেছে মধ্যযুগীয় কায়দার ভয়াবহ এক নির্যাতনের ঘটনা। গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে আহত করা হয়।
ঘটনার পর থেকেই বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়।
অবশেষে আজ ১৩ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, নাটোরের রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, সুলতান ডাকাতের ছেলে লাল চান, সুলতান ডাকাতের স্ত্রী আয়মনা, মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম এর স্ত্রী শিলা, পন্ডিত গ্রামের রতনের স্ত্রী শাকিদা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ নির্মম ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।