নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে শহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নোড়া জুয়ারী এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম ওই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ শহিদুলকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শহিদুল ওই এলাকার মৃত সোনা মোল্লার ছেলে।
আটককৃত শহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
স্থানীয় এলাকাবাসীর মতে, সেনাবাহিনীর এই ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে এবং জনমনে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।