ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় দিনমজুরকে কুপিয়ে যখম

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে বিএনপিপন্থি এক যুবককে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরকে প্রকাশ্যে কুপিয়ে যখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের গুলেন মোল্লার মোড়ে ওই হামলার ঘটনা ঘটে।

এঘটনায় রোববার (১৫ জুন) বিকেলে স্বপন আলীসহ (২৫) অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন আহতের পিতা ফজলুর রহমান। তবে অভিযুক্ত স্বপন আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহত শরিফুল ইসলাম ওই ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। অভিযুক্ত স্বপন আলী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। একাধিক মামলার আসামী স্বপন আলী রাজনৈতিক দলের কোনো কমিটিতে না থাকলেও বিএনপির একটি শক্তিশালী পক্ষের মদদপুষ্ট হওয়ার অভিযোগও রয়েছে।

আহত শরিফুলের মা বিলাপ করতে করতে বলেন, দীর্ঘদিন আগে স্বপনের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে সেটি আপোষ হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বপন আলী প্রায়ই তাদের বাড়িতে এসে চাঁদা দাবি করতেন। সবশেষ ৫০ হাজার টাকা চাঁদা না দিলে গোয়ালের গরু খুলে নেওয়ার হুমিকও দিয়েছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় স্বপন আলী মোবাইল ফোনে তার ছেলেকে ডেকে নেন গুলেন মোল্লার মোড়ে। ফোন পেয়ে বাড়ির অদূরের ওই মোড়ে গিয়ে ফরিদুলের মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন শরিফুল। স্বপন এসে আচমকা পিছন থেকে চাপাতি দিয়ে প্রথমে পিঠে এবং পরে মুখমÐলের ওপর কোপ দেন। এতে তার ছেলে মাটিতে লুটিয়ে পড়েন। প্রচুর রক্তক্ষণ হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব হোসেন বলেন, রাত পৌনে আটটার দিকে রক্তাক্ত আহত অবস্থায় শরিফুল ইসলামকে হাসপাতালে আনা হয়। শরিফুলের কপালের বামপাশ থেকে নাকের ডানপাশ পর্যন্ত এক ইঞ্চি ক্ষত ছিল। সেখানে অন্তত ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তবে পিঠের আঘাতটির গভিরতা বুকের হাড় পর্যন্ত পৌঁছানোয় সেলাই দেওয়া সম্ভব হয়নি। পেসার ব্যান্ডেজ জড়িয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে, চিৎকারে তিনিসহ দোকানের লোকজন এসে আহত শরিফুলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে আসতে আসতে শরিফুলের ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরিফুল এখনো শঙ্কামুক্ত নন।

তিনি আরো বলেন, অভিযুক্ত স্বপন আলী বিএনপি নেতা আব্দুল আজিজ পন্থি হওয়ায় স্বপনের অপকর্মের প্রতিবাদ করতে পারেনা কেউ। বিএনপি ও যুবদলের একটা পক্ষের মদদপুষ্ট হয়ে কিশোর গ্যাং তৈরি করেছেন স্বপন আলী। কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ জনের উৎপাতে এলাকার লোকজন অতিষ্ট হয়ে পড়েছেন। স্বপনের কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে যোগেন্দ্রনগর গ্রামের অন্তত ৫ ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। এলাকার শান্তির জন্য অভিযুক্তের সঠিক বিচার হওয়া দরকার।

আহত শরিফুলের পিতা মামলার বাদি ফজলুর রহমান বলেন, শরিফুলের দুটি সন্তানই প্রতিবন্ধী। শরিফুলের আয়েই তাদের ৬ সদস্যের সংসার চলতো। অথচ চাঁদার টাকা না পেয়ে তার সন্তানকে কুপিয়ে যখম করা হয়েছে। তিনি অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার এবং বিচার চান।

গুরুদাসপুর থানার এসআই আব্দুল হানান বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।