নাটোরের গুরুদাসপুরে রান্না ঘরে জ্বলন্ত লাকড়ির আঘাতে মদিনা (২) নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পিপলা গ্রামে ওই ঘটনা ঘটে। মদিনা ওই গ্রামের আব্দুস সামাদের মেয়ে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালে মায়ের সাথে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা। এসময় চুলার ভিতরে থাকা বাঁশের লাকড়ি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জ্বলন্ত বাঁশের লাকড়ির একটি অংশ ছুটে এসে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ছোট্ট শিশু কণ্যার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।