নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে দুইজন ইমু হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১০ জুলাই দিবাগত রাত ১ টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ানদা ইউনিয়নের মরা পাতিয়া গ্রামে ওই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েত সরকারের ছেলে জয়, আব্দুল মান্নানের ছেলে শামীম।
আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইমু অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৩০টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার বলেন, প্রশাসনের এই তৎপরতা এলাকায় সাইবার এবং কিশোর অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তির বার্তা পৌঁছেছে। জনস্বার্থে আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।