সেনাবাহিনীর অভিযানে সিমকার্ড ও ইলেকট্রনিক্স ডিভাইসসহ অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ৬ জুলাই ভোর সাড়ে ৩ টায় নাটোরে সেনাবাহিনীর একটি বিশেষ টহল অভিযান চালিয়ে এক অনলাইন জুয়ার সক্রিয় এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শামিম মন্ডল রাজশাহীর পুঠিয়া থানার গাওপাড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে।অভিযান চলাকালে তার বাসায় তল্লাশি চালিয়ে ১ টি ট্যাব, ৭ টি মোবাইল ও ৭৩ টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিম মন্ডল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন, প্রতারণা ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।