ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ওটিটি প্লাটফর্মে আসছে ‘দরদ’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নায়ক শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা‘দরদ’ মুক্তি পায় গত বছরের ১৫ নভেম্বর।  মুক্তি পাওয়ার দুই মাসের মধ্যেই সিনেমাটি ওটিটি প্লাটফর্মে আসছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। 

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘দরদ’ এর একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইস্ক্রিনের ওই পোস্ট বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নিজের ভেরিয়াইড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। যদিও মক্তির তারিখ এখোনো প্রকাশ করা হয় নি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা দরদ এর গল্প তৈরি করা হয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে। খুনি হিসেবে সন্দেহের তীর গিয়ে পড়ে  ‍দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শাকিব খানকে এবং ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। শাকিব খান ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুফা, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।