“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, র্যালী ও আলোচনা সভার মাধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী (দুদক) দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র্যালি শেষে উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিঠু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন- সকলের জন্য দুর্নীতিমুক্ত সমাজ প্রয়োজন। সবার আগে সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। যেখানে দায়িত্বপ্রাপ্তরা সেবার মানষিকতায় দাপ্তরিক কাজ করবে এবং জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করবে।
উল্লেখ্য,জাতিসংঘ ২০০৩ সাল থেকে এ দিনকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সদস্য রাষ্ট্র বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদ্যাপিত হচ্ছে।