ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষোভে পিএসএলকে বয়কট করলেন পাকিস্তানি পেসার

gurudaspursomoy_53
জানুয়ারি ১৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলেং করে ক্রিকেট জগতে আলোচনার সৃষ্টি করেছিলেন পাকিস্তানের একশন বোলার ইহসানউল্লাহ। তবে ইনজুরির কোরনে প্রায় দেড়বছর মাঠের বাহিরে থাকতে হয়েছে এই পেসারকে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এবারে অনুষ্ঠিত হওয়া (১৩ জানুয়ারী) পিএসএলের ড্রাফটে কোনো দল পাননি দ্রুত গতির এই পেসার।

২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে ১৪ ম্যাচ খেলে উইকেট পেয়েছিলেন ২৩ টি। তার বলিং গতি ১৫০ কিলোমিটার। তার বোলিং এ্যাকশনের কারনে ২০২৩ সালের এপ্রিলে তাকে জাতীয় দলে আনা হয়। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখাচ্ছে না।

মুলত সেই ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। তিনি বলেন, ‘আমি পিএসএলকে বয়কট করছি’ আমি অবসর নিচ্ছি। আমাকে আর কোনোদিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। আমি পুরোপুরিভাবে পিএসএল থেকে অবসর নিচ্ছি। আমি ঘরোয়া কিক্রেটে ভালো পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই।

এদিকে মুলতান সুলতানের মালিক আলী তারিন বলেছিলেন ইহসানউল্লাহ নাকি আর কোনো দিন আগের মত গতিতে বোলিং করতে পারবেন না। তাই তাকে নিয়ে কোন দল ভাবছে না। এমনই এক মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন ইহসানউল্লাহ।

 

 

গুরুদাসপুর সময় ডেস্ক/এআরএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।