ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপুটে জয় পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অজিরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিসবেনে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৭ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ করেন। এছাড়া স্টোনিয়াস ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি নেন ২টি উইকেট।

৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিসের বোলিং তোপে ধুঁকতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে সফরকারীরা।

হাসিবুল্লাহ খান, আব্বাস আফ্রিদি ও শাহীন আফ্রিদি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ ও হাসিবুল্লাহ খান ৮ বলে ১২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস নেন ৩টি করে উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।