এক সময় ছিলেন সাকিব আল হাসান, এখন কি তবে নাহিদ রানা ?
প্রশ্নটা উঠেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভারতীয় গণমাধ্যমের আগ্রহের জায়গায় থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল বাংলাদেশ ভারত ম্যাচ। তার আগে দুই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ শাকিবকে নিয়ে সাকল্যে একটি প্রশ্ন হল। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে তারমত একজনের বাংলাদেশ দলে না থাকা খারাপ হলো কিনা, ভারতের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন সংক্ষিপ্ত উত্তর জি-না।
আইপিএলে খেলার সুবাদে একটা সময় শাকিবকে নিজেদের মানুষই মনে করত ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ ভারত ম্যাচে শাকিবই হতেন তাদের বড় কৌতূহলের জায়গা। নতুন বাস্তবতায় শাকিব এখন দৃশ্যপটে নেই। তাকে নিয়ে তাই প্রশ্নেরও আকাল। তবে নতুন চরিত্র হিসেবে সামনে চলে এসেছেন বাংলাদেশ দলের প্রেসার নাহিদ রানা। সংবাদ সম্মেলন হওয়া ১৬-১৭ টি প্রশ্নেতেই কোন না কোনভাবে এসেছে রানার নাম। সেসব প্রশ্নের বেশিরভাগই ভারতীয় সাংবাদিকদের করা।
এখনো আইপিএলে নাম না লেখানো রানাকে নিয়ে কৌতুহল অবশ্য অন্য জায়গায়। কয়েক বছর ধরে বদলে যেতে থাকা বাংলাদেশের প্রেস বোলিং আক্রমণে পোস্টার বয় তিনি। তার আগমনে যেন পূর্ণতা পেল বাংলাদেশের গতিময় বলে। গতি আর পারফরমেন্সে আন্তর্জাতিক ক্রিকেটে শিরোনামপ্রত্যাশী উপস্থিতি রানার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন ভারতীয় গণমাধ্যমের কাছেও তিনি হয়ে ওঠেন কেন্দ্রীয় চরিত্র। সংবাদ সম্মেলনে কখনো নাহিদ রানার বোলিং নিয়ে প্রশ্ন হল, কখনো তার চোট ব্যবস্থাপনা নিয়ে, কখনো আবার নাহিদ রানাকে সামনে রেখে বাংলাদেশ দলের বদলে যাওয়া প্রেস বোলিং আক্রমণ নিয়ে। এই প্রথম নাহিদ রানা আইসিসির কোন ইভেন্টে খেলছেন।
এমনিতেই নতুন অভিজ্ঞতা, তার উপর প্রথম ম্যাচেই মাথার উপর ভারতীয় চাপ। অবশ্য খেলা কি হবে তার আগে আজ নাজমুল হোসেনের সংবাদ সম্মেলনে বেশি অনুভূত হলো।
নাজমুল বলছেন, এসব চাপ নিতে খুব একটা ভাবছেন না। তাকে দেখে অন্তত সেরকম কিছু মনে হচ্ছে না অধিনায়কের, যেরকম বোলিং করছে, ওর প্রতি বাড়তি নজর থাকবেই। তবে ওকে দেখে মনে হচ্ছে না সে চাপ নিচ্ছে। এত বড়ো টুর্ণামেন্ট এসেছে। প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে।যদিও ওর খেলার সুযোগ থাকে আমি বিশ্বাস করি সেরাটা দেবে।
বিপিএলে টানা ম্যাচ খেলায় নাহিদ রানাকে নিয়ে একটা দুশ্চিন্তা লেগেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্টের আগে না আবার আঘাত পেয়ে বসে। নাজমুল আশ্বস্থ করেছেন সে রকম কোন সংখ্যা এখন আর নেই। অনেকগুলো ম্যাচ খেলেছেন তবে এখন ঠিক আছে । কাজ করছে খেলার প্রস্তুতি নিচ্ছে।