ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চোট জর্জরিত দল নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ

খেলার ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

একের পর এক চোট জর্জরিত ব্রাজিল দল। ইনজুরি কাঁটিয়ে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রদ্রিগো ও এডার মিলিতাও। যা নিয়ে বেশ চিন্তিত সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাঠে গিয়ে তাদের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচদিন পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১৪ নভেম্বর) এই দুই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘আমার মনে হয় সম্প্রতি আমরা বেশ জটিল পরিস্থিতিতে পড়েছি। দুর্ভাগ্যজনকভাবে একের পর এক চোট, এবার মিলিটাও। আমাদের এখন যেসব চোট সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।’

ইনজুরি কাঁটিয়ে এক বছর পর মাঠে ফিরে আবারও চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার ফেরার প্রার্থনায় করে সেলেসাও কোচ আরও বলেন, ‘নেইমারের ফেরা ধীরে ধীরে হচ্ছে। এটা খুব সহজ না। কেউ চায় না এমন হোক, কিন্তু হয়ে যায়। আমরা তার দ্রুত ফিরে আসার প্রার্থনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।