ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের শেষভাগে আসতে পারেন ওয়ার্নার-নারিনরা

ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রায় শেষের দিকে বিপিএলের প্রথম রাউন্ড। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। প্লে-অফকে সামনে রেখে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো পথে হাঁটছে ফ্রাঞ্চাইজিগুলো। বিপিএলের শেষ চারের লড়াইয়ে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিনের মতো বড় তারকাদের।

আগের তিন বিদেশি ইফতিখার আহমেহ, খুশদিল শাহ ও আকিফ জাভেদকে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চুড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটির একটি সুত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে।

সোমবিার (২৭ জানুয়ারি) সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে কোনো সমস্যা হওয়ার কথা নয়য প্লে-অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাকে।

আর নারিনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রাইডার্সের। ওয়ার্নার এর আগে ২০১৮-১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। নারিনতো বিপিএলের পরিচিত মুখই। এপর্যন্ত ছয় মৌসুমে বিপিএল খেলেছেন তিনি।

আগামী ২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০ তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার কথা আছে নারিনের। নাইট রাইডার্স যদি প্লে-অফে ওঠে, তাহলে নারিনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে।

এদিকে শুধু মায়ার্সের অপেক্ষায বসে নেই বরিশশাল। দলের এক কর্মকর্তা বলেছেন, আমরা এসএ২০ আর অন্য লিগগুলো শেষ হওয়ার অপেক্ষায় আছি। ফ্রি হলে কাইল মায়ার্স ফিরতে পারেন। বড় কোনো পেসার আনা হেতে পারে। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেও হতে পারেন। দুই-তিন দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।