প্রথমার্ধেই লেভা-রাফিনিয়ার জোড়া গোলে জয়ের পথেই ছিল বার্সালোনা।৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। তবে শেষ ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সব। ৮২ তম মিনিটে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।১০ জনের বার্সার উপর ঝড় বইয়ে দুই মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে সেল্তা ভিগো।
ফলে জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়েও প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবের্ত লেভান্ডোফস্কি। শেষ দিকে সেল্তার দুই গোল করেন গনসালেস ও আলভারেস।
২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্তা। ওই ম্যাচে একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৯৬তম মিনিটে ইয়াগো আসপাসের গোলে ৩-৩ ড্র হয়েছিল ম্যাচ।
লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।
১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রেয়াল মাদ্রিদ, গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে সেল্তা।