ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে শৃংখলা ফেরাতে থ্রি-হুইলার বন্ধে সচেতনতামুলক মাইকিং 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মাননীয় পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ,বগুড়া রিজিয়ন, বগুড়া, মহোদয়ের মৌখিক নির্দেশে বনপাড়া বাইপাস হতে- পাবনা মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক মাইকিং করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় বনপাড়া হাইওয়ে থানা উদ্যোগে বনপাড়া বাইপাস হতে সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের সহযোগিতা কাম্য। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বনপাড়া পৌর বাজার, কয়েন বাজার, গড়মাটি বাজার, রাজাপুর বাজার এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও ইহা ছাড়াও মহাসড়কে যাহাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়।

পরে থ্রি হুইলার মালিক ও চালকদের নিয়ে পাবনা মহাসড়ক রাজাপুর বাজারে সিএনজি স্ট্যান্ডের পাশে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ প্রদান করা হয়।

শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবং মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বনপাড়া হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। থ্রি হুইলার চালক ও মালিকগণ নিয়ম মেনে চলবেন মর্মে একমত পোষণ করেন। জনস্বার্থে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলে সে বিষয়ে সকলকে সচেতন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।