ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডের হারে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

খেলার ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। তবে তৃতীয় ও শেষ ওয়ান্ডে ম্যাচে বড় জয় পেয়ে হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করেছে তারা। ১৪০ রানের বড় ব্যবধানে হারলেও ২-১ এ সিরিজ জিতেছে কিউইরা।

শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওই ম্যাচে ব্যাট হাতে পারফর্ম করেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও জানিত লিয়ানাগে। এই তিন ব্যাটারের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

ওই ম্যাচে পাথুম নিশাঙ্কা ৪২ বলে ৬৬, কুশল মেন্ডিস ৪৮ বলে৫৪ ও জানিত লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪ ইউকেট।

২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। ২১ রানে ৫ ইউকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ৭৭ রানে ৭ ইউকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২৯ ওভার ৪ বলে ১৫০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।