ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হিজাব অমান্যকারীদের ‘মানসিক রোগী’ মনে করছে ইরান

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

হিজাব-বিরোধী আন্দোলন বন্ধ করতে ইরান বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। জেল-জরিমানা শেষে এবার শাস্তি হিসেবে দেওয়া হবে মানসিক চিকিৎসা। ইরানের আইন অনুযায়ী প্রত্যেক নারীর হিজাব পরিধান বাধ্যতামুলক। দেশটির সরকার মনে করেন, যারা হিজাব পরেন না তাদের মানসিক সমস্যা রয়েছে। তাই তাদের চিকিতসার জন্য ক্লিনিক খোলা হচ্ছে।

এই ক্লিনিক খোলার ঘোষণা দেন নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধী হেডকোয়ার্টারের প্রধান মেহরি তালেবি । তিনি জানান, যারা হিজাব পরিধান করেন না তাদের এই ক্লিনিকে ‘বৈজ্ঞানিক এবং মানসিক’ চিকিৎসা দেওয়া হবে।

তবে ইরানের নারী ও মানবাধিকার সংস্থাগুলো বিশেষ এই চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে। মানবাধিকারকর্মী আইনজীবী হোসেন রাইসি গণমাধ্যমকে বলেন, ‘এটি ইসলামিকও না আবার ইরানের আইনের সঙ্গেও যায় না। যে বিভাগ থেকে এই ঘোষণা এসেছে সেই বিভাগ সব সময় নারীর জন্য সতর্কতামূলক। কারণ এই বিভাগটি সরাসরি প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।‘

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, “এটি ক্লিনিকটি কোনো চিকিৎসা কেন্দ্র হবে না। মূলত এটি হবে একটি কারাগার। আমরা আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি, সঙ্গে ঠিক মতো বিদ্যুৎও পাচ্ছি না। কিন্তু সেখানে রাষ্ট্র একটি কাপড়ের টুকরার (হিজাব) জন্য চিন্তিত। যদি আমাদের আন্দোলন শুরু করতে হয় তাহলে এখনই সবাইকে রাস্তায় আসতে হবে। নয়ত আমাদের সবার জায়গা হবে কারাগারে।“

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরানের সরকার হিজাব আইন কার্যকরের জন্য কঠোরতা অবলম্বন শুরু করেছে। যারা আইন ভঙ্গ করছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আবার অনেকের ব্যবসা-বাণিজ্যও বন্ধ করে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।