ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. চাকরি-খবর
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মুত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে দুর্ঘটনায় ওই প্রাণহানি হয়। নিহত দুই ব্যক্তির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয়রাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,  মঙ্গলবার  বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের ১০ নম্বর ব্রীজের ওপর দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। লাশদুটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।

নিহত মোতালেব হোসেন (৪৫) পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম (৪৭) একই গ্রামের মৃত জয়েন প্রামাণিকের ছেলে। তারা সম্পর্কে সালা-দুলাভাই।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই ব্যক্তি বাড়ি থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে সার-কীট নাশক ক্রয়ের জন্য যাচ্ছিলেন। এসময় নাটোর থেকে ঢাকাগামি একটি বেপরোয়া ট্রাক ১০ নম্বর ব্রিজের ওপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।